স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলনে যোগ দিতে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সালেহ আহমদ ফিলিপাইন গেছেন। গতকাল বুধবার রাতে তিনি ফিলিপাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
২২ মে থেকে ২৭ মে পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলনে ডা. সালেহ আহমেদ অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে শেষে তিনি আগামি ২৮ মে দেশে ফিরে আসবেন। সম্মেলনে শেষে সুস্থভাবে দেশে ফেরার ক্ষেত্রে তিনি সবার দোয়া চেয়েছেন। সম্মেলনে থাকাকালীন সময়ে তার ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে।
ডা. সালেহ আহমেদ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দক্ষিণ কুরিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, সিঙ্গাপুর অংশগ্রহণ করেছেন।
- Home
- প্রথম পাতা
- আন্তর্জাতিক হৃদরোগ সম্মিলনে যোগ দিতে ডা. সালেহ আহমদ ফিলিপাইন গেছেন