আবরার হত্যার প্রতিবাদে চাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের শাস্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ করেছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
জেলা ছাত্রদল সভাপতি ঈমাম হোসেন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, শাকিল আহমেদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজীব, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবীব, সাবেক সদস্য সচিব জুনায়েদ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ যেভাবে পুলিশ আমাদের দলীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে মনে হচ্ছে আবরারের খুনিরা পার্টি অফিসে আছে। ছাত্রলীগ আজ দেশের বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। সম্রাটের দ্বিতীয় স্ত্রী বলেছে, জুয়া ও ক্যাসিনোর টাকায় দল চলে। তাহলে বুঝেন এ সংগঠনের থেকে ভাল কিছু কি আশা করা যায়।
তারা আরো বলেন, আজ দেশের ছাত্রসমাজ জেগে ওঠেছে। জাতীয় ইস্যু নিয়ে কথা বললে জাতীয় বেঈমান বলা হয় এবং কারাগারে প্রেরণ করা হয়। আজকে সাধারণ ছাত্ররা যেভাবে প্রতিবাদ করছে তাদের সাথে ছাত্রদলের সদস্যদের শামিল হতে হবে। সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা হয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এ বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

১০ অক্টোবর, ২০১৯।