স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত খ্রিস্টান ব্যক্তির সমাধিস্থ করলো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিশি বিল্ডিং খ্রিস্টান সমাধিস্থলে শহরের মিশন রোডের মৃত নব কুমার দে’র ছেলে স্বজল দে’র সমাধিস্থ কাজে সহযোগিতা করে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম।
স্বজল দে দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ৫ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকাল মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান। তিনি মিশন রোডের খ্রিস্টান মিশনে বসবাস করতেন।
স্বজল দে করোনা উপসর্গ নিয়ে মারা গেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমকে দাফন-কাফনের জন্য অনুরোধ জানায়। পরে তারা স্বেচ্ছাসেবক টিম নিয়ে নিশি বিল্ডিং খ্রিস্টান সমাধিস্থলে গিয়ে লাশ গোসল করান এবং সমাধিস্থ করতে সব কাজে সহযোগিতা করেন।
ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম আহ্বায়ক শেখ মোহাম্মদ জয়নাল আবদীন জানান, করোনাকালীন সময় এর শুরু থেকে এ পর্যন্ত তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ ১শ’ ৫৭ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন, সৎকার ও সমাধিস্থ করেছেন। এ করোনাকালীন সময়ে আর্তমানবতার সেবায় ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বেচ্ছায় দাফন-কাফনসহ এ জাতীয় কাজগুলো করতে আমরা সর্বদাই প্রস্তুত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর চরমোনাই’র নির্দেশে আমরা প্রথম থেকেই মানবসেবায় ছিলাম এবং আছি। তিনি, সুস্থ ও সুন্দরভাবে মানবতার সেবায় কাজ করতে সবার প্রতি দোয়ার আবেদন করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আবারো খ্রিস্টান মৃতকে সমাধিস্থ করলো ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবক টিম
Post navigation


