হাইমচর ব্যুরো
জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে এবং সরকারি বিরোধী সব আন্দোলন সংগ্রামকে গতিশীল রাখতে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. নজির দেওয়ান উত্তর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মো. বাবুল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ আখন ও সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব গাজীকে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোকতার আহমেদ গাজী ও মো. আমির হোসেন শেখ।
২৩ ডিসেম্বর, ২০২০।