আলগী দক্ষিণে প্রধানমন্ত্রীর উপহার পেলো ২৭২ জন

সাহেদ হোসেন দিপু
হাইমচরে উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার করোনাকালীন মানবিক আর্থিক সহযোগিতা পেল ২৭২ জন। সোমবার (১৯ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানবিক অর্থ প্রদান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতি ৫০০ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আলগী দক্ষিণ ইউনিয়নে ২৭২ জন হতদরিদ্র কর্মহীন মানুষের নাম তালিকাভুক্ত করে তাদের প্রত্যেককে ৫শ’ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, এক ব্যক্তিই যেন বার-বার একই সহযোগিতা না পায় সেদিকেও নজর রাখতে হবে। যারা সহযোগিতা পাননি তাদের নাম যেন পরবর্তীতে তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আর্থিক সহযোগিতা পায়। আমরা চাই সহযোগিতা পাওয়ার যোগ্য লোকগুলোই যেন প্রধানমন্ত্রীর এ উপহার পায়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাজাপ্তি রমনি মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মাকসুদুল আলম, ট্যাগ অফিসারেরর প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০ জুলাই, ২০২১।