আল-আমিন একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার
বর্নাঢ্য আয়োজনে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
বক্তব্যের শুরুতে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিদ্যালয়ের পড়ালেখা, খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে তা আরো উন্নয়ন করতে হবে। প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার সারাদেশে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। টিনের ঘরটি দেখছেন সে জায়গায় ১০ তলা বহুতল ভবনের নির্মানের কথা ভাবা হচ্ছে।
তিনি পৌরসভা নির্বাচন সম্পর্কে বলেন, আগামি ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সবাই ভোট দিতে কেন্দ্রে যাবেন। কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আপনার মূল্যবান ভোটের মধ্য দিয়ে আগামির পৌর মেয়র নির্বাচিত হবে। সৎ, যোগ্য ও উদ্যমী পৌর মেয়র নির্বাচিত করতে ও পৌরবাসীর সেবার মানোন্নয়নে কাজ করতে ভোটের মাধ্যম পৌর মেয়র নির্বাচিত করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. শাহাদাত হোসেন সিকদার।
শিক্ষক মো. আব্দুল মোতালেব ও মোহাম্মদ হানিফের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্রী শাখার ইনচার্জ নাসরীন পারভীন।
জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অতিথিবৃন্দ অনুষ্ঠানের সূচনা করেন। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।