আহমাদীয়া ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা জাগ্রত করতে হবে
……….মোহাম্মদ শওকত ওসমান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের আহমাদীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় সততা সংঘ প্রতিযোগিতা ও বিজয় ফুল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অত্যান্ত উৎসবমুখর ও আনন্দঘন আয়োজনে এ পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই বিজয় ফুল প্রতিযোগিতা করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও স্টোর করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা জাগ্রত করা। তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের ভালো শিক্ষার্থীর চেয়ে ভাল মানুষ হতে হবে। শুধুমাত্র ভালো ফলাফলই নয়, ভালো মানুষ গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে। সরকারের সঠিক নেতৃত্বে দেশের প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে একাডেমিক উন্নতি হয়েছে। তাই শিক্ষকদের মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।
মাদরাসার অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মো. আব্দুল হামিদ, সহকারী মৌলভী সিরাজুল ইসলাম ও প্রভাষক জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার অবিভাবক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবুলসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার প্রভাষক জহিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ ও শিক্ষক মাহাবুবুর রহমান।

২৫ জুলাই, ২০১৯।