আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এম ইসফাক আহসান

স্টাফ রিপোর্টার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তরুণ শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এম ইসফাক আহসান। গতকাল শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহের পর ইসফাক আহসান বলেন, আমি চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সে লক্ষ্যে আজ (শনিবার) দলের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মনোনয়ন দেবেন। আমার বিশ্বাস মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে মতলববাসীকে মনে প্রাণে সেবা করবো ইনশাল্লাহ।
এম. ইসফাক আহসান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হয়ে দীর্ঘদিন ধরে দলকে ভালবেসে সব সময় নেতা-কর্মীদের পাশে ছিলাম। বরাবরের মত জনগণের পাশে থাকতে চাই। আমার বিশ্বাস দেশরত্ন শেখ হাসিনা সৎ, শিক্ষিত তরুণদের মূল্যায়ন করবেন।