আ. হক মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও ইফতার


চাঁদপুর রোটারী ক্লাবের সভায়

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সেক্রেটারী ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদের বাবা মরহুম আ. হক মজুমদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের আদর্শ মুসলিম পাড়াস্থ নুরাণী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আদর্শ মুসলিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সেক্রেটারী রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সাবেক সভাপতি রোটা. এবিএম নজরুল আমিন চৌধুরী সাজু, প্রফেসর গোলাম মোস্তফা, ক্লাবের ইলেক্ট প্রেসিডেন্ট রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেল, সহ-সভাপতি নাসির খান, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর রোটা. নাছির চোকদার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সবাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রোটা. অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ইলেক্ট্র প্রেসিডেন্ট রোটা. শবেবরাত, মরহুমের জামাতা মো. মাসুদুর রহমানসহ মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা।
রোটা. মোর্শেদ জানান, চাঁদপুর রোটারী ক্লাবের নিয়মিত সভা ও ইফতারসহ তার বাবা ও মা লুৎফুননেছার রুহের মাগফেরাত কামনায় এ ইফতারের আয়োজন করা হয়।