ইউনির‌্যাংক ইউটিউব র‌্যাংকিংয়ে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


প্রেস বিজ্ঞপ্তি
সারা বিশ্বের ২০০টি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল স্থান করে নিয়েছে। বিশ্বের ৭ হাজার ৫৮৯টি বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যােেনলের মধ্যে ড্যাফোডিলের অবস্থান ৭৭তম। সম্প্রতি ইউনির‌্যাংকের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশিত হয়েছে (যঃঃঢ়ং://িি.ি৪রপঁ.ড়ৎম/ঃড়ঢ়-ঁহরাবৎংরঃরবং-ুড়ঁঃঁনব/)।
বিশ্বের সেরা ২০০টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নানা বিষয় নিয়ে প্রতিবছর র‌্যাংকিং প্রকাশ করে থাকে ইউনির‌্যাংক। অস্ট্রেলিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান ২০১৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে র‌্যাংকিং প্রকাশ করতে শুরু করে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি বিশ্ববিদ্যালয় এই মর্যাদাপূর্ণ র‌্যাংকিং তালিকায় স্থান করেছে নিয়েছে এবং সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আগে টাইম হায়ার এডুকেশন র‌্যাংকিং, কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং ও গ্রিনমেট্রিক র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে।