
দৈনিক ইত্তেফাকের ৬৫ বর্ষ পূর্তি উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অতিথিবৃন্দ। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
দৈনিক ইত্তেফাকের ৬৫ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রোববার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
দৈনিক ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহিন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদি, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি আল-ইমরান সোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দেশ টিভির প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর।
বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তোর দৈনিক ইত্তেফাক পত্রিকাটি এ দেশের গণতন্ত্র রক্ষা ও স্বাধীনতার স্বপক্ষে যে ভূমিকা রেখে আসছে তার জন্য এই পত্রিকাটিকে স্বাধীনতা পদক প্রদান করার জোর দাবি জানান। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।