স্টাফ রিপোর্টার
‘জেগে উঠো মাটির টানে’ এ স্লোগানকে নিয়ে ১১ বছর আগে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরে ইলিশ উৎসবের যাত্রা শুরু করে। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদের পরিকল্পনায় এই ইলিশ উৎসবের যাত্রা শুরু হয়। এ বছর ১১তম ইলিশ উৎসব সমাপ্তির পথে।
গত রোববার ইলিশ উৎসবের ৬ষ্ঠ দিনে সন্ধ্যায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশ চাঁদপুরকে নিরাপদ বিচরণ ভূমি হিসেবে বেছে নিয়েছে। তাই চাঁদপুর ইলিশের শহর। আমরা জনপ্রতিনিধিরা যা করার কথা ছিল আমরা না করায় আমাদের চতুরঙ্গ ইলিশ উৎসব করে দায়মুক্ত করেছে। মা ইলিশ ও জাটকা রক্ষার জন্য যে আন্দোলন করে যাচ্ছে তারা সারা দেশে গণজাগরণ সৃষ্টি করেছে। চতুরঙ্গ ইলিশ উৎসব করে সারা দেশে চাঁদপুরকে তুলে ধরেছে। ইলিশ সম্পদ রক্ষায় আমরা শুভঙ্করের ফাঁকিগুলো দেখেও না দেখার ভান করছি। গর্ভধারণকারী মা সন্তান প্রসবের সময় যেমন নিশ্চিত থাকতে হয় তেমনি ইলিশ ডিম পাড়ার সময় নদীতে আসে। তেমনি চাঁদপুরের নদীতে ইলিশ বিচরণ করে থাকে। নদীতে শত শত ড্রেজার রয়েছে। তা বন্ধ করলে ইলিশ বিচরণ ও ইলিশ সম্পদ বৃদ্ধি পাবে। নদীতে লঞ্চগুলো চলাচলের সময় ধীরগতিতে চলতে হবে।
তিনি আরো বলেন, জেলা পরিষদ দেশের সর্বোচ্চ স্থান। আমি জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ায় আমার সাথে প্রশাসন কেন লুকোচুরি করে। প্রশাসন যখন অভিযানে নামে তখন অসাধু ব্যক্তিরা মোবাইলে অসাধু ব্যক্তিদের হুঁশিয়ারি করে দেয়। ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত লোক দেখানো অভিযান করে কোন লাভ হবে না। ইউনিয়ন পরিষদগুলোতে সরকার জেলেদের সর্বাত্মক সহযোগিতা করে থাকে। একজন জেলে তার ছেলেকে চাল নিতে পাঠিয়ে সে নিজে নদীতে নেমে যায় মা ইলিশ নিধন করতে। এ লোক দেখানো কাজ দেখিয়ে কোন লাভ হবে না। চতুরঙ্গকে ইলিশ উৎসবে যে স্বীকৃতি দিয়েছে তা জানার নয়। চাঁদপুরবাসী ইলিশ উৎসবকে স্বীকৃতি দিয়েছে সেটাই মুখ্য বিষয়।
চতুরঙ্গের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অজিত সাহার সভাপতিত্বে এবং মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাত, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এম আই মমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
পরে ঢাকা কাদরী ড্রান্স ট্রোপ, নৃত্য ধারার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এই নৃত্যের মাঝেই সংগীত পরিবেশন করে ভারত থেকে আগত জি.বাংলা ও আকাশ মিডিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী স্পন্দন ঘোষ।
গতকাল সোমবার ইলিশ উৎসবের ৭ম দিনে ইলিশ রান্নার রেসিপি, মেহেদী রঙে গ্রাম্য বধূ ও স্ত্রীর কপালে টিপ পড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
০১ অক্টোবর, ২০১৯।