ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির সভা


মা ইলিশ রক্ষা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য
………জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ঐ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, মা ইলিশ রক্ষা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে ইলিশকে বাঁচাতে হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে যে কোন ব্যক্তির বিরুদ্ধে ইলিশ ধরা কিংবা সহযোগিতা করার বিষয়ে অভিযোগ আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিল পরিমাণ ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইলিশ আমাদের দেশের সম্পদ, এ সম্পদের জন্য আমদের সবাইকে একটু বেশি সচেতন হতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাত অনেক শক্ত। দেশে সম্প্রতি যেভাবে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ঠিক সেভাবে ইলিশের প্রজনন মৌসুমে অভিযান পরিচালনা করা হবে। ঐসময় দায়িত্বরত সবাইকে নদীতে থাকতে হবে। ঐ সময় নদীতে কোন প্রকার নৌকা বা বোর্ড চলতে পারবে না।
তিনি আরো বলেন, গত বছর প্রধান প্রজনন মৌসুমের সময় অনেক অভিযোগ এসেছে। এবার যেন তেমনটা না হয়। অভিযোগ আসলেই ব্যবস্থা। অভিযানের সময় নদীতে কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য কর্মকার্তাসহ প্রশাসনের সব সময় টিম থাকবে। ইলিশ মাছ, মাতৃত্বের ছায়া নিয়ে প্রজনন মৌসুমে নদীতে থাকবে। আমরা তাদের আলোর দিশারী হয়ে পাহারা দিবো। এ কথা সবার মাথায় রাখতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বকতিয়ার হোসেন, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খান প্রমুখ।
সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

২৬ সেপ্টেম্বর, ২০১৯।