হাইমচর ব্যুরো
হাইমচরের ইশানবালায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু নীলকমল ইউনিয়নের পল্লী চিকিৎসক মো. রতন মোল্লার সন্তান মোহাম্মদ হোসেন মোল্লা (৮) ও মরিয়ম আক্তার (৬)।
মৃত দুই শিশুর চাচা ও ইউপি সদস্য স্বপন মোল্লা জানান, রোববার দুপুর ১২টার দিকে মোহাম্মদ হোসেন মোল্লা ও মরিয়ম আক্তার দুই ভাই-বোন ইশানবালা মৎস্য আড়তের পাশে খালে গোসল করতে যায়। ঐ সময় সাঁতার না জানা মোহাম্মদ হোসেন মোল্লা ও মরিয়ম পানিতে ডুবে যায়।
বাড়ির লোকজন খালে পাড়ে গিয়ে তাকে খুঁজতে থাকে। প্রায় আধাঘণ্টা খোঁজার পর মোহাম্মদ হোসেন ও মরিয়মের নিথর দেহ উঠানো হয় পানির নিচ থেকে। তৎক্ষনিক দুই শিশুকে নিয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ হোসেন মোল্লা ও মরিয়মকে হারিয়ে তাদের বাবা-মার আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। পরে শিশুদের তাদের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২৩ সেপ্টেম্বর, ২০২৪।