ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইমচরে মিছিল, আলোচনা ও মিলাদ মাহফিল


সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আয়োজনে স্বাগত মিছিল, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর সকাল ৯টায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্বাগত মিছিল বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে আলগী বাজার কেন্দ্রিয় জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিলে উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ আহ্বায়ক মাও. খাজা আহম্মেদের সভাপতিত্বে ও যুব হিযবুল্লাহ আহ্বায়ক মাও. মো. আ. রহমানের পরিচলনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও মো. আইয়ুব আলী। আলোচনায় বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ হাইমচর উপজেলার শাখার সদস্য সচিব আলহাজ মাও. মো. ইউসুফ মিয়া, সদস্য মাও. ওয়ালী উল্যাহ ফারুকী, যুব হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাও মো. তাজুল ইসলাম, সাধারন পরিষদের সদস্য মাও. মশিউর রহমান, আহ্বায়ক সদস্য মাও. মো. ওছমান গনি, হাইমচর দ্বীনিয়া মুদির মো. নাজির আহম্মদ, চরপোড়ামুখী ছাহি নায়েবে মুদির মাও. হাবিবুর রহমান, বাছাহি যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।