
অসহায় মানুষের পাশে থাকে বলেই আ.লীগ জনপ্রিয়তা লাভ করছে………….নুরুল আমিন রুহুল এমপি
মাহ্ফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোই হচ্ছে আওয়ামী লীগের প্রধান কাজ। মানুষের সুসময় ও দুঃসময় পাশে থাকে বলেই শেখ হাসিনা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। গত শুক্রবার মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর দিঘলদী মৃধা বাড়িতে অগ্নিকা-স্থল পরিদর্শন ও সহায়তা প্রদানকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সান্ত¦না দিতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিপদগ্রস্ত অসহায় মানুষের জন্য ভবিষ্যতে আরো সহায়তা করা হবে। এলাকায় যারা বিত্তবান রয়েছে তাদেরও এসব অসহায়তায় মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ। অগ্নিকা-ের সময় যারা তাৎক্ষণিক এগিয়ে এসে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, ফেরদৌসী বেগম রুনু, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ মিয়াজী, কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী, মামুন-অর-রশিদ মৃধা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
পরে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে নগদ অর্থ, ঢেউটিন ও চাল বিতরণ করেন অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপি।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।