উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেয়ার জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন

এসডিসি বাস্তবায়ন বিষয়ে কর্মশালায় অ্যাড. জাহিদুল ইসলাম রোমান


নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে নিয়ে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা আজ বাস্তবে রূপ নিচ্ছে তাই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে।
তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ণ লক্ষ্যমাত্রা বাস্তবায়ণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত। আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। দেশের উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত থাকলে পুরো বিশ্বের কাছে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে উন্নত ও প্রযুক্তির রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, জননেত্রনী শেখ হাসিনা জাতিসংঘের ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। সুতরাং তাঁর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আসুন আমরা সবাই যে যার যার অবস্থানে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুরো জাতিকে এগিয়ে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে যে কাজ করছে আমরাও তার অংশীদার হই। তিনি এই কর্মশালাকে কাজে লাগিয়ে সরকার যে গ্রামকে নগরে রূপ দেওয়ার কথা বলেছে তা বাস্তবে রূপ দেওয়ার উপস্থিত সবাইকে আহ্বান করেন।
গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের সভাপতিত্বে তিনি তার বক্তব্যে এই কথা বলেছেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত সভায় উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, কর্মশালা পরিচালক ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া, সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, থানার অফিসার ইনচার্জ আবদুল রকিব, ভাইস চেয়ারম্যান মো. তছলিম উদ্দীন, মাজেদা বেগম, পৌর মেয়র মাহফুজুল হক প্রমুখ।