উন্নয়নের ছোঁয়া লাগেনি শাহরাস্তির হাড়াইর পাড়া গ্রামে


স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে উন্নয়নের এক মহাযজ্ঞ চলছে সেখানে উন্নয়নের ছোঁয়া থেকে দূরে একটি গ্রামের নাম হাড়াইর পাড়া। সুচীপাড়া উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ড। তার মধ্যে ৮টি ওয়ার্ডে সরকারের উন্নয়ন কর্মকা- ব্যাপকভাবে চলমান রয়েছে। সেক্ষেত্রে বৈষম্যের শিকার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাড়াইর পাড়া গ্রামটি। গ্রামীণ জনপদের এ অবহেলিত গ্রামটি দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পড়েনি। সামান্য বৃষ্টিতে গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যায়। এ গ্রামে একটি মাদ্রাসা, মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এ প্রাথমিক বিদ্যালয়টি সংসদ নির্বাচন ও ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের সড়কটি কাঁচা ও সামান্য বৃষ্টিতে প্যাক-কাঁদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়তই কষ্ট করে এ সড়ক দিয়ে পায়ে হেটে চলাচল করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রত্যেকটি গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছেন, যেন শহর এবং গ্রামের মধ্যে কোন বিভেদ না থাকে। অথচ গ্রামীণ জনপদের এ হাড়াইর পাড়া গ্রামটি উন্নয়ন থেকে দূরে অবহেলিত হয়ে পড়ে আছে।
এ বিষয়ে হাড়াইর পাড়া গ্রামের মিজানুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য কবির আহম্মেদ, বর্তমান ইউপি সদস্য কামরুল হাসান মোল্লা ও যুবলীগ নেতা আজাদ হোসেন জানান, এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরকারের উন্নয়ন কাজ চলমান থাকলেও এ ওয়ার্ডের হাড়াইর পাড়া গ্রামে কোন কাজ হচ্ছে না। দলীয় কোন্দল বিভেদ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ গ্রামে কোন কাজ হয় না। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ ওয়ার্ডে কাগজ-পত্রে প্রকল্প দেখালোও কাজ করে অন্য ওয়ার্ডে। এ গ্রামের সড়কে গাড়ি-সিএনজি চলাচল তো দূরে থাক, পাঁয়ে হেটে চলাও দুস্কর।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় গ্রামবাসী এ গ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

১৭ সেপ্টেম্বর, ২০১৯।