সাহেদ হোসেন দিপু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ডা. দীপু মনি এমপি’র বিজয়ের লক্ষ্যে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কেন্দ্র কমিটি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি এমপির বড় ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নীলকমল ইউনিয়নের মাঝির বাজার আওয়ামী লীগ কার্যালয়ে ৫ ও ৬ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১ টায় নেপাল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ ও ৮নং ওয়ার্ড কর্মী সভা, বিকেল ৩টায় ঈশানবালা ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডে কর্মী সভা ও কেন্দ্র কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ডা. দীপু মনি এমপির মাধ্যমেও এ হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা সম্ভব হয়েছে আপনারা তাকে ভোট দিয়ে নির্ভাচিত করেছেন বলে। এখন আবারও সময় হয়েছে ডা. দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করেত হবে। তাই আপনারা বিগত দিনের উন্নয়নের বার্তা ভোটারদের মাঝে পৌছে দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ খান, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, ইউপি সদস্য বাচ্চু সরকার, মিজানুর রহমানসহ নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পরবর্তীতে সন্ধ্যা ৬টায় আলগী দক্ষিণ ইউনিয়ন কাটা খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্র কমিটি ও কর্মী সভায় ডা. জে আর ওয়াদুদ টিপু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
- Home
- প্রথম পাতা
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করেত হবে