মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মতলব প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজের পাশাপাশি দেশের উন্নয়ন হয়। মতলব দক্ষিণের সাংবাদিকদের দীর্ঘদিনের বিভাজন ভেঙে একত্রিত করায় মতলব প্রেসক্লাবের গুরুত্ব এবং মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এতে সব মহলে সাংবাদিকরা এখন মূল্যায়িত হবে এবং পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা পাবে।
তিনি আরো বলেন, মতলব প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকদের লেখুনীর মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, মতলব দক্ষিণ উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে। মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের অভিনন্দন জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর জেলা পরিষদের সভাকক্ষে মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন।
শুভেচ্ছা বিনিময়ের আগে মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটোয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, সদস্য নূর উদ্দিন মো. জাহাঙ্গীর, পলাশ রায়সহ সদস্যবৃন্দ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ প্রধান।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মতলব প্রেসক্লাব ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে: আলহাজ ওচমান গণি পাটওয়ারী