উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে

চাঁদপুরে জেলা প্রশাসনের ইফতার ও দোয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি


এস এম সোহেল
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৮তম রমজানে চাঁদপুর ক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের এই যে উন্নয়ন অগ্রগতি তা আমাদের ধরে রাখতে হবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আপনাদের সেবক হিসেবে সেবা করে যেতে পারি। বিগত দিনের মতো আগামি দিনেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আমি আপনাদের সেবক হিসেবে কাজ করছি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যেন তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারে। এছাড়া জাতির পিতাসহ নিহত সব শহীদদের স্মরণেও তিনি দোয়া কামনা করেন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, জেলা ও দায়রা জজ মোহাম্মদ জুলফিকার আলী খাঁন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ-পুলিশ সুপার জামশের আলী, এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও. মোশারফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হেসেন পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।