সভাপতি নাজিম দেওয়ান, সেক্রেটারী রোমান
ইলশেপাড় ডেস্ক
বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এছাড়া জেলার অন্য ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এ কমিটির সদস্য।
এঁরা হলেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী। গত ৬ জুলাই চাঁদপুর শহরে উল্লেখিত আটজন চেয়ারম্যানের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী জানান, তিনি উদ্যোগ নিয়ে গত শনিবার এ কমিটি গঠনের আয়োজন করেন।
৯ জুলাই, ২০১৯।