নির্বাচন ১৮ ডিসেম্বর
সাহেদ হোসেন দিপু
হাইমচরবাসীর চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হওয়া উপজেলা প্রেসক্লাব, হাইমচরের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করেন।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সাংগঠনিক কার্যালয়ে সাধারণ সভা শেষে প্রেসক্লাব কমিশনার মো. মাজহারুল ইসলাম শফিক এ তফসিল ঘোষণা করেন। তফসিলে উল্লেখ করা হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় ১০ ডিসেম্বর বিকাল ৫টা। যাচাই-বাছাই ১১ ডিসেম্বর এবং প্রত্যাহার ১২ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার মো. মাজহারুল ইসলাম শফিক।
০৬ ডিসেম্বর, ২০২১।