উপাদী দক্ষিণ ৮নং ওয়ার্ড যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেলে ওয়ার্ডের দক্ষিণ করবন্দ তালুকদার বাড়ি নূরাণী মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যথাযথভাবে জন্মবার্ষিকী পালিত হয়।
৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসিম বেপারী সভাপতিত্বে ও সদস্য ইমান হোসেন সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যকরী প্রধান সংগঠন। যুবলীগ ও ছাত্রলীগের গতিশীল নেতৃত্বে বাংলাদেশে বহু আন্দোলন সংগ্রাম ও জনদাবি সফলভাবে আদায় হয়েছে। বাংলাদেশ নামক দেশের স্থপতি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাছিনা আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন। মতলবের মাটি ও মানুষের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি’র গতিশীল নেতৃত্বে তার একান্ত সুদৃষ্টি আমাদের ইউনিয়ন রাস্তাঘাট, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা স্বাধীনতার পর থেকে আর কখনো এত উন্নয়ন হয়নি। দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে আমাদের নন্দিত এমপি মহোদয় মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীকে আবারো নির্বাচিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মায়া চৌধুরীর বিকল্প নেই। তাই তাকে নির্বাচিত করতে যুবলীগকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তার দেয়া উন্নয়নের কথা এলাকার লোকজনকে জানাতে হবে। যদি এলাকায় যুবলীগের মধ্যে কোন সমন্বয় হীনতা থেকে থাকে তাহলে তা অতি দ্রুত সমাধান করে নিবেন। প্রয়োজন আমাদের ডাকবেন। আমি যুবলীগের কর্মকা- আরো সু-সংগঠিত ও গতিশীল করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাই বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন বকাউল, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন গাজী, জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক হোসেন শান্ত, সদস্য সিরাজুল ইসলাম মিজি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা, ইউনিয়ন যুবলীগ নেতা লিটন সরকার, সুমন সরকার, মান্নান বেপারী, আলমগীর হোসেন, জাকির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।