এইডস রোগীদের থেকে দূরে থাকা ও ঘৃণা প্রবণতা দূর করতে হবে

চাঁদপুরে বিশ্ব এইডস দিবসে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

এস এম সোহেল
‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ এ বছরের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের মতো চাঁদপুরেও বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জেন কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে সম্মেলন কক্ষে ঐ বিষয়ের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যগত শিক্ষাসহ সব ইস্যু নিয়ে আমরা কাজ করছি। ভাইরাস বলতে আমরা বুঝতাম কঠিন রোগ। বিশে^র অন্যান্য অনেক দেশের চাইতে বাংলাদেশে এইডসের প্রক্রোপ অনেকাংশে কম। আমাদের দেশে প্রায় ১ কোটি ২০ লাখ লোক বিদেশে চাকরিরত অবস্থায় রয়েছে। এরা যখন দেশে আসে তখন তাদের এইচআইভি পরীক্ষা করা জরুরি। সরকার বিদেশগামী ও বিদেশ ফেরতদের বিমানবন্দরে এইচআইভি পরীক্ষা করার প্রকল্প গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে গ্রামে মহল্লায় এইডস রোগীদের থেকে দূরে থাকার এবং ঘৃণা করার প্রবণতা রয়েছে। আমাদের এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে নতুন করে যাতে এইডসে কেউ আক্রন্ত না হয় এবং কোনমতে কোন তথ্য গোপন করা যাবে না। আমাদের সবাইকে নীতি-নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলায় থাকলে এইডস থেকে মুক্তি পাওয়া যাবে। সচেতনতা কোন রোগকে কেন্দ্র করে নয়, সব বিষয়ে নিয়ে সচেতনতা থাকতে হবে। সবাইকে লক্ষ্য রাখতে হবে, আপনার আমার সন্তান কি করে, কোথায় যায় এবং কাদের সাথে মেলামেশা করে। আমরা এমন একটি সমাজ গড়বো, যেখানে এইডস নয় সামাজিক বন্ধন থাকবে।
সিভিল সার্জন ডা. সাইদুজ্জামানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. গোলাম কায়সার হিমেলের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. মো. নুরুল হুদা, আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচারক ডা. মোস্তাফিজুর রহমান, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বন্ধু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি পিএম বিল্লাল প্রমুখ।