এমপি শফিকুর রহমানের চাচাতো ভাইয়ের ইন্তেকাল

নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সাংবাদিক শফিকুর রহমান এমপির চাচাতো ভাই আবিদ মাস্টার (৭৫) তার নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্না……. রাজেউন) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আবিদ মাস্টার দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল রোববার সকাল ১০টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
আবিদ মাস্টারের জানাযা অনুষ্ঠানে মুহম্মদ শফিকুর রহমান এমপি অংশগ্রহণ করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার চাচাতো ভাই দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতার জীবনে এলকাবাসীর সাথে ভালো আচরণ করে গেছেন।
জানাযায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

১৫ জুলাই, ২০১৯।