সাগর চৌধুরী
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তার জীবদ্দশায় রাষ্ট্র পরিচালনায় আরও কিছু সময় পেলে বাংলাদেশের মানুষ আরও সুন্দর জীবনযাপন করতে পারতেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এই কথা বলেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রিয়াদ শাখার সভাপতি, চাঁদপুরের কৃতী সন্তান মো. কামরুজ্জামান কাজল।
গত শুক্রবার (১৭ জুলাই) রাতে রিয়াদে স্থানীয় একটি হলরুমে জাতীয় পার্টি ও পল্লীবন্ধু পরিষদের যৌথ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি আরো বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন এই রাষ্ট্রনায়ক। আজও সাধারণ মানুষের মনের মনিকোঠায় এরশাদ বেঁচে আছেন এবং চিরকাল বেঁচে থাকবেন।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রিয়াদ শাখার সভাপতি, গাজীপুরের কৃতি সন্তান আলহাজ মো. জামাল উদ্দিন, জাতীয় পার্টি রিয়াদ শাখার উপদেষ্ঠা মো. মাসুদ রানা রবিউল, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টি রিয়াদ শাখার সিনিয়ার সহ-সভাপতি মো. সামছুল হক পাটওয়ারী, পল্লীবন্ধু পরিষদ রিয়াদ শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো. নয়ন ভূঁইয়া, পল্লীবন্ধু পরিষদ রিয়াদ শাখার সহ-সভাপতি মো. সাইফউদ্দিন ভূঁইয়া, পল্লীবন্ধু পরিষদের সহ-সভাপতি মো. মুস্তফা ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, জাতীয় পার্টি রিয়দ শাখার প্রচার সম্পাদক মো. কবির হোসেন।
পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রিয়াদ শাখার সভাপতি, গাজীপুরের কৃতী সন্তান আলহাজ মো. জামাল উদ্দিন বলেন, সব এরশাদ সৈনিকদের তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। সকলে পল্লীবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনয় খাস নিয়তে দোয়া করবেন।
সাবেক এই রাষ্ট্রপতির সমস্ত গুনাখাতা মাফ চেয়ে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাও. হাফেজ মো. মোজাম্মেল হক। ১৯ জুলাই, ২০২০।
- Home
- আন্তর্জাতিক
- এরশাদের ১ম মৃত্যুবার্ষিকীতে রিয়াদে দোয়া ও মিলাদ