ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে নগ্ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার পাইকপাড়া ইউজে উচ্চ বিদ্যালয়ে টেস্টের ফলাফল ঘোষণা ছাড়াই ফরম ফিলাপ সম্পন্ন করার অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুসারে ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ফরম ফিলাপ সম্পন্ন করা এবং ফরম ফিলাপে অনধিক ১৬শ’ টাকা নেয়ার নির্দেশনা থাকলেও তা উপক্ষো করেছে স্কুলটি।
স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক আলমগীর হোসেন জানান, বিদ্যালয়ের মাহবুব, কবির ও জাহাঙ্গীর নামে ৩ শিক্ষক শিক্ষার্থীদেরকে ফরম ফিলাপের জন্য ৬ হাজার ৩ শ’ টাকা করে নিয়ে আসতে বলেন এবং গতকাল (৫ নভেম্বর) রোববার পর্যন্ত ফরম ফিলাপের শেষ সময় বেঁধে দেন। ফরম ফিলাপের সময় অভিভাবক কিংবা ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ কাউকে সাথে না নিয়ে আসতে নির্দেশনা দেন শিক্ষকরা। ৪ নভেম্বর আলমগীর হোসেন সুপারিশের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে সাড়ে ৪ হাজার টাকা জমা দিয়ে তার শিক্ষার্থীর ফরম ফিলাপ নিশ্চিত করে আসেন।
মানবিক বিভাগের অপর এক শিক্ষার্থীর অভিভাবক রমজান আলী লিটন তার মেয়ের ফরম ফিলাপ নিশ্চিত করতে শনিবার বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের কাছে ৫ হাজার টাকা জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিভিন্ন সময়ে যোগাযোগ করতে চেয়ে প্রধান শিক্ষকের মোবাইল বন্ধ পাওয়া গেছে। একই অভিযোগ করেছেন স্কুলটির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী কাউসার হোসেনের পিতা আবুল খায়ের, মানবিক বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহারের অভিভাবক নুরুল ইসলামসহ অন্তত ১০ জন শিক্ষার্থীর অভিভাবক।
সংবাদকর্মীদের উপস্থিতিতে ব্যবসায় শিক্ষা শাখার ফারুক হোসেন ও তার বাবা এবং মানবিক বিভাগের শিক্ষার্থী মারজানা আক্তারের বাবা ৬ হাজার ৩ শ’ টাকা নিয়ে ফরম ফিলাপ করতে বিদ্যালয়ের অফিসে প্রবেশ করলে শিক্ষক মাহবুব হোসেন তাদের চলে যেতে বলেন। এ সময় মাহবুব আলম সংবাদকর্মীদের কাছে ফরম ফিলাপের তথ্য গোপন করেন। টেস্ট পরীক্ষার ফলাফল জানতে চাইলে তা প্রধান শিক্ষকের কাছে রক্ষিত এবং তিনি জেএসসি পরীক্ষার হলে আছেন বলে জানান তিনি। বিদ্যালয়ের সভাপতিসহ ম্যানেজিং কমিটির একাধিক সদস্য ফরম ফিলাপ নিয়ে অনিয়মের অভিযোগ স্বীকার করেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, বোর্ডের নির্ধারিত ফি’র বাইরে না যেতে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের সাথে পরামর্শ ছাড়াই বিদ্যালয়ের শিক্ষকরা অতিরিক্ত ফি নিয়ে টেস্টের ফলাফল ঘোষণার আগেই ফরম ফিলাপ শুরু করেছে। অনেক অভিভাবক আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেছে।
ঘটনার বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের সাথে যোগাযোগ করা হলে, গতকাল রোববার দুপুরে টেস্টের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফরম ফিলাপের বিষয়ে তিনি বলেন, অফিসের নিয়মানুসারেই ফরম ফিলাপ সম্পন্ন হবে। এ সময়ে তিনি ফরম ফিলাপের নামে ফি আদায়ের বিষয়টি এড়িয়ে যান। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে শিক্ষকদের সম্পর্কের ঘাটতি রয়েছে এবং অতিরিক্ত ফি আদায়ের অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ফরম ফিলাপসহ যাবতীয় বিষয়ে নির্দেশনা দেয়া আছে। কোন বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- এসএসসি’র ফরম ফিলাপ বাণিজ্য : পাইকপাড়া উবিতে টেস্টের ফলাফল ঘোষণা ছাড়াই ফরম ফিলাপ শেষ