এসএসসি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি নেয়া শিক্ষা প্রতিষ্ঠিানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ড. শামছুল হক ভূঁইয়া এমপি

ফরিদগঞ্জ ব্যুরো :
আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষাকে কেন্দ্র করে টেস্ট পরীক্ষা নেয়ার মাধ্যমে পাস ফেলের দোহাই দিয়ে উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের, হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া এবং নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সরকারের সহজীকরণ শিক্ষা কার্যক্রমে বেঘাত সৃষ্টিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। গতকাল বুধবার উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান স্থানীয় ও জাতীয় পত্রিকায় এই সংক্রান্ত সংবাদ প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সভায় স্থানীয় এমপি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে এই নির্দেশ প্রদান করেন।
সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রাম-গঞ্জের নীরিহ ও অসহায় মানুষের কষ্টার্জিত অর্থে তাদের সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে যদি কারো লালসার শিকার হয়, তা সহ্য করা হবে না। কারণ বর্তমান শিক্ষাবান্ধব সরকার, শিক্ষা বিষয়ে খুবই সতর্ক।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার, বিনামূল্যে বই ও উপবৃত্তি দেয়ার মানে হচ্ছে দেশের মানুষ যেন তাদের সন্তানদের পড়ালেখা করাতে কোন অসুবিধা না হয়। সরকারের টার্গেট একটি সু-শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠন। আর এই কাজে যারা বাঁধা দেবে তাদের ছাড় দেয়া হবে না। যে শিক্ষা প্রতিষ্ঠান ফরম পূরনের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে সেসব প্রতিষ্ঠানের প্রধানদের অবশ্যই শিক্ষার্থীদের টাকা ফেরৎ দিতে হবে। নচেৎ তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপরোক্ত বিষয় ও আইন-শৃঙ্খলা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী ও ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান।
এর আগে ফরিদগঞ্জ উপজেলার মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন বিভাগীয় প্রধান ও ইউপি চেয়ারম্যানরা অংশ নেয়।