মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে ঐতিহ্যবাহী শাহ্ সূফি সোলেমান লেংটার মাজারে গতকাল শনিবার বিকেলে ওরস এলাকা পরিদর্শন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ সময় তিনি বলেন, সোলেমান লেংটার ওরসে কোন প্রকার ইসলাম বিরোধী ও অশ্লীলতা বরদাস্ত করা হবে না। ওরস প্রাঙ্গনে মাদক, নেশা, জুয়া, পুতুল নাচ ও লটারীসহ কোন প্রকার অশ্লীলতা করা যাবে না। সড়কে পরিবহনে চাঁদাবজি করা যাবে না। নৌপথে নিরাপদে যাত্রীরা চলাচল করবে। যেখানে অন্যায় অত্যাচার হবে, সেখানেই মুহূর্তের মধ্যে পুলিশ হাজির হবে। মাজার এলাকায় পকেটপার ও চুরি রোধে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। মাজার এলাকার ১২টি পয়েন্টে শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে।
তিনি আরো বলেন, মাজারে আগত দর্শনার্থীদের সুবিধার জন্য মাজারের সামনেই পুলিশ কন্ট্রোল রুম, নিরাপত্তা চৌকি স্থাপন, সড়কে সড়কে পুলিশ বাহিনীর সদস্য, মাজার এলাকায় সাদা পোশাকদারি সদস্য ও কমিউনিটি পুলিশিং সদস্য মোতায়েন করা হয়েছে। মাজারে আগত ভক্ত দর্শনার্থীদের সুবিধার জন্য অভিযোগ বক্স দেয়া আছে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া, সেকেন্ড অফিসার এসআই ইসমাঈল হোসেন, মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ওরসে কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না
Post navigation
