ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ মতলব দক্ষিণে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী মিতু। গতকাল সোমবার দুপুরে এ বাল্য বিয়েটি বন্ধ করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন।
জানা যায়, মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম দিঘলদী গ্রামের মুজ্জাম্মেল হোসেন সরকারের মেয়ে মিতু আক্তারের (১৪) সাথে একই গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে সুমনের গতকাল সোমবার বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের আগের দিন রাতে বর ও কনের বাড়িতে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। মিতু আক্তার দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। বিয়ের কারণে সে জেএসসি পরীক্ষা দিচ্ছে না বলে এলাকাবাসী জানান। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই মো. হাসেম মেয়ের বাড়িতে গিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেয়।
দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খান জানান, এ বিদ্যালয় থেকে ৫৯ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অংশগ্রহণ করেনি। এর মধ্যে ২জন ছেলে ও ১জন মেয়ে। ছেলে ২জন অসুস্থতার কারণে পরীক্ষা দিচ্ছে না। মেয়ের অভিভাবকের সাথে যোগাযোগ করলে পরীক্ষা দেবে না বলে জানায়। কি কারণে পরীক্ষা দেবে না, সে ব্যাপারে কিছু জানায়নি। তবে তার বিয়ের বিষয়ে কেউ জানায়নি।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, সংবাদ পাওয়া সাথে সাথে পুলিশ পাঠিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া বাল্য বিয়ে দেয়া দ-নীয় অপরাধ এবং এর কুফল সম্পর্কে সবাইকে জানানো হয়।