কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতিমুখী করে গড়ে তুলতে হবে
……… এএইচএম গিয়াস উদ্দিন



মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, খেলাধুলার মাধ্যেমেই কোমলমতী শিশুরা মেধার বিকাশ ঘটাবে। খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতিমুখী করে গড়ে তুলতে হবে। তাহলেই শিশুরা এ দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবে এবং শারীরিকভাবে তারা ভালো থাকবে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অনেক ভালবাসতেন। আজকের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ইতিহাস তুলে ধরতে হবে। এক্ষেত্রে স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানে বঙ্গবন্ধুর লেখা ও কথা এবং জীবনী তুলে ধরবেন। মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের সুনাম রয়েছে।
গতকাল রোববার সকালে মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা মুনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। বক্তব্য রাখেন মতলব সূর্যমূখী কচি-কাঁচা মেলার সভাপতি ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাকসুদুল হক বাবলু, অভিভাবক নাজনিন আক্তার।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করা হয়। পরে মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, মো. জাকির হোসেন, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক বিন জামান, সদস্য দ্বিজেন দাস, এসএম সেলিম, নাজমুল হাসান খোকন, গোলাম সারওয়ার সেলিম, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মেলার যুগ্ম সাধারন সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, রিয়াদুল আলম রিয়াদসহ মেলার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়।