কচুয়া ব্যুরো :
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ভয়াবহ অগ্নিকা-ে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে চাঁদপুর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়ার এসিআই এগ্রো কোম্পানীর দোকান আলী এন্টারপ্রাইজে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ততোক্ষণে দোকানে থাকা কিটনাশক, সার, বীজ, মাছের খাবার, ২ হাজার ৭ শ’ গ্রাহকের হিসাব বই ও নগদ অর্থসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকা-ের ফলে প্রায় দু’কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।