কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে ফুলেল শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার :
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. গোলাম হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ গ্রহণ করায় কচুয়ায় আ.লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে। গতকাল বুধবার কচুয়া উপজেলার হাশিমপুরে পৌরসভা ও গোহট উত্তর, দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মো. সেলিম প্রধান, রেজাউল মাওলা হেলাল, পৌর আ.লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজন, আ.লীগ নেতা আবুল হোসেন, মোস্তফা কামাল, নাছির মেম্বার, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মনির হোসেন, ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম পাটওয়ারী, যুবলীগ নেতা জহির মেম্বার, আলী আক্কাছ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক হোসাইন প্রধান প্রমুখ।