আমির হোসেন :
‘দিলে রক্ত বাঁচবে প্রাণ, চল করি রক্ত দান’ এ শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আমরা কচুয়ার স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের উদ্যোগে কচুয়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক আবদুল কাদেরের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।
তিনি বলেন, রক্ত দেয়া এবং নেয়ার মাঝে আপনাদের মাঝে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আগামি দিনে মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার কাজে অগ্রহী ভূমিকা রাখবে। এ যুব সমাজের মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এ সময় আরো বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সহ-সভাপতি আতাউল করিম, নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, পুলিশ পরিদর্শক আফছার হোসেন, স্বপ্নীলকণ্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি আলী আক্কাস তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন রক্তদাতা সংগঠনের সদস্য সায়েম মৃধা, মাজহারুল ইসলাম, শাকিল, ছেফায়েত, সাকিব, কাজী হাসিব, সিফন, ফরহাদ, হৃদয়, রাজিব সরকার প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক আবদুল কাদের পলাশ বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো কচুয়ার কোন মানুষ রক্তের অভাবে যেন প্রাণ না হারায়। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।