আহসান হাবীব সুমন :
জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক সাবেক কমিশনার ইদ্রিস আলম বেপারীর শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার পৌরসভার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাঠে শোক সভা ও দোয়ার আয়োজন করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য মো. এমদাদুল হক রুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা.একেএম শহীদুল ইসলাম।
যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খানের পরিচালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের ছেলে কচুয়া পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবলীগের সভাপতি মাহাবুব আলম, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রিয় সমবায় বিষয়ক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, জাতীয় ছাত্রসমাজ কচুয়া উপজেলা শাখার সভাপতি আহসান উল্যাহ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম মোস্তাফা, যুব সংহতির আহ্বায়ক জসিম উদ্দিন সিকদার প্রমুখ। শোক সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব মাও. মোস্তফা আনোয়ারী।