কচুয়ায় বীমার মেয়াদ পূর্তির চেক বিতরণ

এম. সাইফুল মিজান ;
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আল বারাকাহ ইসলামী বীমা কচুয়া শাখার উদ্যোগে গত ৩ ডিসেম্বর দুপুরে করিম উদ্দিন প্লাজার ৩য় তলায় নিজস্ব কার্যালয়ে গ্রাহকের বীমার মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করা হয়।
আল বারাকাহ ইসলামী বীমার যুগ্ম-নির্বাহী পরিচালক মো. সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে ও জিএম (উন্নয়ন) মো. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার নারী কাউন্সিলর আমেনা বেগম, জোহরা খাতুন, জিএম (উন্নয়ন) আলহাজ মো. বিল্লাল হোসেন, জিএম (উন্নয়ন) মো. শওকত আলী মিয়াজী, বিএম জহিরুল ইসলাম মিয়াজী, জাহিদুল ইসলাম পারভেজ, মাও. আনোয়ার হোসেন প্রমুখ।