কচুয়ায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

কচুয়ায় সর্বোচ্চ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হবে
আমির হোসেন :
কচুয়ায় সর্বোচ্চ মর্যাদায় আসন্ন মহান বিজয় দিবস পালন করা হবে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজয় দিবস উদযাপন পরিষদের সভাপতি নীলিমা আফরোজ এ মন্তব্য করেন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, সালমা শহিদ, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও কচুয়া কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি আলহাজ জাবের মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটোয়ারী, পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, কড়ইয়া ইউপি চেয়ারম্যান জুয়েল, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সী, ৬নং ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, কচুয়া প্রেসক্লাব সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা কৃষক লীগ সম্পাদক প্রানধন দেব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সহকারী কমিশনার (ভূমি) রুপন দে মন্ত্রণালয় ও জেলার বিজয় দিবস উদযাপন সংক্রান্ত স্মারক পত্র পাঠ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসন্ন বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে উদযাপনের লক্ষ্যে ১৫টি কমিটি গঠন করেন। তিনি সবাইকে স্ব-স্ব প্রতিষ্ঠানে সুষ্ঠু, সুন্দর ও সুশৃংখল, বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিল।
একই স্থানে গতকাল বেলা ২টায় উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটি এবং উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।