কচুয়া উত্তর ইউনিয়নে মিলছে প্রধানমন্ত্রীর উপহার

‘৩৩৩ নম্বরে কল দিয়ে’

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধি-নিষেধে কর্মহীন অসহায় পরিবারের সদস্যরা জাতীয় হটলাইন ‘৩৩৩’ নম্বরে কল দিয়ে পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী।
জাতীয় হটলাইন ‘৩৩৩’ ও কচুয়া উপজেলা নির্বাহীর অফিসারে কার্যালয়ের প্রাপ্ত তথ্যমতে, কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় বিভিন্ন ইউনিয়নের মতো কচুয়া উত্তর ইউনিয়নের কর্মহীন অসহায় ৪২ পরিবারের সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এসব কর্মহীনদের অধিকাংশ পরিবার একজনের আয়ের ওপর নির্ভরশীল। যার মধ্যে অধিকাংশ রিকশাচালক, অটোচালক, গৃহিণী, ডেলিভারি ম্যান ছিল। যারা জাতীয় হটলাইন ‘৩৩৩’ নম্বরে কল দিয়ে সহায়তা চান।
এতে মঙ্গলবার (১৩ জুলাই) উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাতীয় হটলাইন ‘৩৩৩’ নম্বরে কল দিয়ে সহায়তা চেয়েছে এমন অসহায় কর্মহীন ৩ পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবণ, আলু ও আম প্যাকেটকৃত উপহার সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি সচিব মফিজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ, আমির হোসেন প্রমুখ।
১৪ জুলাই, ২০২১।