কচুয়া শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কচুয়া ব্যুরো :
কচুয়ায় আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাশিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহদাত মিয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মো. জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. আ. মালেক।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, শাহজাহান প্রধান, রেজাউল মাওলা হেলাল, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির প্রধান, আওয়ামী লীগ নেতা মোস্তফা ফখরুদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফ চৌধুরী রুবেল, রাশেদ, জামাল ফরাজী, যুবলীগ নেতা জিএম জোবায়ের তালুকদার, আশ্রাফপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাবিব প্রমুখ।