
সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলার চরভৈরবী ইউপি’র নির্বাচনের স্থাগিত হওয়া ১, ৫ ও ৭নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ২ কেন্দ্রে ও ধানের শীষ প্রতিকের প্রার্থী ১ কেন্দ্রে বিজয়ী হয়েছে। গত ৩০ মার্চ ২০১৬ ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আহমেদ আলি মাস্টার ১৮৬৪ ভোটে এগিয়ে ছিলেন। এ পুনঃনির্বাচনে ৬২ ভোট বেশিসহ মোট ১৯২৬ ভোট পেয়ে আহমদ আলি মাস্টার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩টি কেন্দ্রে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ডে ৮০৮ কাস্টিং ভোটের মধ্যে নৌকা প্রতীক ৪৮৬, ধানের শীষ ৩১৩ ও আনারস ১ ভোট। ৫নং কেন্দ্রে ৪৪৭ কাস্টিং ভোটের মধ্যে নৌকা প্রতীক ২১০, ধানের শীষ ৩৩৩ ও আনারস ২। ৭নং ওয়ার্ডে ৬২৫ কাস্টিং ভোটের মধ্যে নৌকা ৩১২ ও ধানের শীষ ৩০০ ভোট পান। এ পুনঃনির্বাচনে নৌকা প্রতীক ২ কেন্দ্রে ও ধানের শীষ ১ কেন্দ্রে বিজয়ী হয়। ৬২ ভোট বেশি পেয়েছে নৌকা প্রতীক। গত ৩০ মার্চের নির্বাচনে নৌকা প্রতীক ৩৩৮০, ধানের শীষ ১৫১৬ ও আনারস ২৯৪ ভোট পান।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ আলি মাস্টার মোট ১৯২৬ ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজি জাহিদুর রহমান বিপ্লব বেপারীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আ’লীগ সভাপতি আহমেদ আলি মাস্টার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।