ভূমি সেবা প্রত্যাশীদের স্মার্ট সেবা নিশ্চিত করতে হবে
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় তিনি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শনে যান।
এসময় তিনি বলেন, মানুষ যাতে সেবা নিতে এসে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী মানুষের সেবা দিবে হবে। ভূমি সেবা মানুষের ন্যায্য অধিকার। সে অধিকার বাস্তবায়ন করতে হবে ইউনিয়ন ভূমি অফিসগুলো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট ভূমি সেবায় চলমান রাখার বিকল্প নেই। স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করার জন্য সবাইকে উৎসাহ করতে হবে। স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার এই ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করতে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা গ্রহীতারা উপজেলা ভূমি অফিসের সেবা বুথে এসে ভূমি সংক্রান্ত সেবা নিতে হবে।
এসময় রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ এহসান উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিশু দেবনাথ, অফিস সহায়ক শরিফ হোসেন, কল্যাণপুর ইউপি সচিব মো. মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
১৪ নভেম্বর, ২০২৩।