কল্যাণপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ১ম আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টায় সফরমালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ সাখাওয়াত হোসেন পাটওয়ারী রনির সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালীউল্ল্যাহ অলি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া, বিল্পব, জাফর, মুক্তিযোদ্ধা মতিন পাটওয়ারী, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সূত্রধর, শিক্ষক আঃ গনি, সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুবী সেন, কল্যাণপুর ওয়ার্ড মেম্বার জলিল মোল্লা, ঈমাম ফরাজী, সেলামত খান, খোরশেদ আলম, সেলিম বকাউল, মিজানুর রহমান তালুকদার, মমিন বেপারী, বাকীউল্ল্যাহ তালুকদার, কাদির হোসেন প্রমুখ।
খেলায় রেপারীর দায়িত্ব পালন করেন শাহাদাৎ হোসেন, সহকারীর দায়িত্বে ছিলেন সজীব ও ফোরকান। ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে ৩নং ওয়ার্ড বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণপুর ইউনিয়নে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ব্যাপক কর্মকা- পরিচালনা করেছে। রনি পাটওয়ারী ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে কল্যাণপুর থেকে মাদক, ইপটিজিং ব্যাপক হারে রোধ করেছে। কল্যাণপুরের সুনাম ইতোমধ্যে জেলার সর্বস্তরের পৌঁছে গেছে। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছে।
এ সময় কল্যাণপুর ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, কল্যাণপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ার স্বপ্ন নিয়ে দায়িত্ব নেয়ার পর শপথ নিয়েছি। কল্যাণপুরকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। সে স্বপ্ন পূরণের জন্য অবশ্যই তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সেজন্য তরুণ সমাজকে সর্বপ্রথম মাদককে না বলতে হবে।
তিনি বলেন, কল্যাণপুর থেকে যে কোন মূল্যে মাদক, ইভটিজিং, সন্ত্রসবাদ ও বাল্যবিবাহ নির্মূল করা হবে। কল্যাণপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কল্যাণপুর থেকে মাদক নির্মূল করার জন্য তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা তিনি কামনা করেছেন।