কাউন্সিলর প্রার্থী সুমন সরকার জয়ের পূজামন্ডপ পরিদর্শন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তরুণ সমাজসেবক সুমন সরকার জয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। গতকাল রোববার দুর্গাপূজার অষ্টমীতে তিনি ওয়ার্ডের নতুনবাজার গোপাল জিউর আখড়া, পালপাড়া শীতলা মায়ের মন্দির, প্রতাপসাহা রোড দুর্গা মায়ের মন্দির, মদন মোহন রায়ের নিজ বাড়ি মন্দির ও আদালত পাড়ার অ্যাড. প্রদীপ কুমার গুহ বাড়ির মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় এই তরুণ সমাজসেবক মন্ডপে আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন নিলয়, মন্টি, রনি, পলাশ, কৃষ্ণ, গোপাল, শুকুমার, আরিফ, সোহাগ, শুভ, শাকিল ও অংশুসহ অনান্যরা।

০৭ অক্টোবর, ২০১৯।