কাজী ইব্রাহীম জুয়েলের রোগমুক্তিতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম জুয়েল জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার সুস্থতা কামনায় গতকাল রোববার চাঁদপুর ষোলঘরস্থ বাইতুল কাদের জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বাইতুল কাদের জামে মসজিদের ইমাম হাফেজ মাও. আবদুল কাদের।
এসময় মুসল্লিদের সাথে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা অলি আহম্মেদ চৌধুরী, মাহাবুব খান মুন্না, ফরিদগঞ্জ যুবদল নেতা অ্যাড. মহসিন মোল্লা, লিটন সরকার জেলা ছাত্রদল নেতা ফজলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য মাহাবুব, উপজেলা ছাত্রদলের সদস্য হান্নান, জেলা তৃণমূল দলের সাধারণ সম্পদক ইয়াছিন, ছাত্রনেতা মাসুম, শাহিনসহ চাঁদপুর ক্যাবল নেটওয়ার্ক পরিবারের সদস্যবৃন্দ।
এর আগে গত বুধবার বিকেলে চাঁদপুর টাইমস কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী বেলভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. সুজাউদ্দোলা রুবেল তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরীক্ষা-নিরিক্ষা শেষে কিডনির নার্ভে পাথর রয়েছে বলে নিশ্চিত করেন।
পরদিন একই হাসপাতালের কিডনী ও মূত্রনালী রোগ বিশেষজ্ঞ ডা. সফিকুর রহমানের স্মরণাপন্ন হন। তিনি ইব্রাহীম জুয়েলকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
গত শুক্রবার নিউরো মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মো. দেলোয়ার হোসাইন তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্যে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে রেফার করেন।

৮ জুলাই, ২০১৯।