এসএম চিশতি :
হাজীগঞ্জ কালচোঁ দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, ৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বলেই ৭১সালে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে এবং ৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বলে দেশ ও জাতির ইর্ষণীয় উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২১ ও ৪১ সালের ভিশন বাস্তবায়ন পরিকল্পনানুযায়ী কাজ করা হচ্ছে।
তিনি আরো বলেন, ২১ সালের ভিশন বাস্তবায়নের পথে আমরা। ৪১ সালের ভিশন বাস্তবায়নে সেই অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা অব্যহৃত রাখতে হবে। এজন্য আওয়ামী লীগ ভোট দিয়ে অসমাপ্ত ও চলমান উন্নয়ন কাজকে সমাপ্ত করার সুযোগ দিতে হবে। তাহলে দেশ ও জাতির স্বপ্ন পূরণ হবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি গাজী মো. মাইনুদ্দিন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ঘোষণা করেন। তিনি রহিমা আক্তার সুমিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মুক্তা আক্তারকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও লায়লা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফেজ মো. শাহজালালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হেলাল, আলহাজ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, প্রচার সম্পাদক মো. শাহজামাল, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল কৃষ্ণ শীলের সঞ্চালনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনিছুর রহমান মজুমদার, কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কবির হোসেন প্রধানীয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মজুমদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।