আ.লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে করে ছোট-বড় কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এ্যাম্বুলেন্সের রোগী, বিভিন্ন পরিবহনের যাত্রী ও পথচারীদের। বুধবার (২৭ অক্টোবর) বিকালে পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ ঘটনাস্থল পৌঁছে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং ঘটনাস্থলে থাকা নেতবৃন্দ এবং দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে কথা বলে সড়ক অবরোধমুক্ত করেন। এর আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই দিন বিকালে রামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোয়ন প্রত্যাশীদের হাত তুলতে বলেন। এ সময় ১০ জন সম্ভাব্য প্রার্থী হাত তুলে তাদের নিজ নিজ প্রার্থীতার জানান দেন। এরপর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাস্থল থেকে বের হয়ে যান।
সভায় সব প্রার্থীর নাম ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে লিপিবদ্ধ না করায় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা রোটা. এস. মানিক এবং আওয়ামী লীগ নেতা ও আনোয়ার হোসেন মজুমদারের সমর্থকরা স্কুল মাঠে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ওই ইউনিয়ন থেকে বলাখাল বাজারে এসে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।
এসময় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একাংশ নেতৃবৃন্দ অবরোধকারীদের পক্ষ নেন। এরপর হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে ১০ জন প্রার্থীর নামের তালিকা মোবাইলে সংগ্রহ করে অবরোধস্থলে থাকা দলীয় নেতৃবৃন্দের একাংশ ও অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করেন তিনি।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন বলেন, নিয়ম অনুযায়ী হাউজে সবার নাম নিয়ে স্বাক্ষর করে সকল মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষর নিয়ে আসতে হবে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুধু মাত্র দু’জনের নাম নিয়ে বর্ধিত সভা থেকে বের হয়ে আসে। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাশীদের ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা চাঁদপুর-কুমিল্ল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন জানান, সভায় যারা হাত তুলে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের সভার নাম তালিকাভুক্ত করা হয়েছে। কিছু অতি উৎসাহী লোক বিষয়টি ঘোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, এর আগে ৫টি ইউনিয়নে বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে। সেখানে যে ক’জন প্রার্থী ছিল, আমরা সবার নাম লিপিবদ্ধ করেছি। তাহলে এখানে ব্যতিক্রম হবে কেন?
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, অবরোধের বিষয়টি জানার পর আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসি। এরপর বিষয়টির সমাধান করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেই।
এদিকে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাইনুদ্দীন মিয়াজী, আওয়ামী লীগ নেতা রোটা. এস.এম মানিক, আনোয়ার হোসেন মজুমদার, আবুল কালাম আজাদ, শাখাওয়াত হোসেন মজুমদার, মাহফুজুর রহমান, জসিমউদ্দিন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তা আক্তার।
এ সময় ওই ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী, আওয়ামী লীগ নেতা মো. আবু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমান মজিব, সাবেক ছাত্রনেতা মো. আহসান হাবীবসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, সদস্য মো. হারুন অর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো. শাহজামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শামসুজ্জামান মুন্সী ও জাকির হোসেন মিয়, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ জীবন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৮ অক্টোবর, ২০২১।