কাল কচুয়া ফাতেমাতুজ জোহরা মহিলা মাদরাসায় মাহফিল

আমির হোসেন :
আগামিকাল বুধবার কচুয়া উপজেলার ফাতেমাতুজ জোহরা (রা.) মহিলা দাখিল মাদরাসার ৩য় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে প্রধান আকর্ষণ ও প্রধান বক্তা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের ভাষ্যকার, ডামুড্ডা কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। এছাড়াও মাহফিলে ওয়াজ নসীয়ত করবেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মোখলেছুর রহমান ও কচুয়া উপজেলার আল ইকরা কারামতিয়া হাফিজীয়া দাখিল মাদরাসার সুপার এবং কড়ইয়া পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মাও. আবু হানিফ আনোয়ারী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির এবং বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র নাজমুল আলম স্বপন উপস্থিত থাকবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার সভাপতি মনসুর আহমেদ কেনু।