প্রেস বিজ্ঞপ্তি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ আগামিকাল সোমবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
হজ প্রশিক্ষণে আসার সময় পিআইডি অথবা পাসপোর্ট নম্বর সাথে আনতে হবে। এ বছর চাঁদপুর জেলা থেকে সরকারি ও বেসরকারিভাবে ৪শ’ ৪৫ জন হজের জন্য নিবন্ধন করেছেন। তাদের সবাইকে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে হজ প্রশিক্ষণ দেয়া হবে। যারা নিবন্ধন করেছেন কেবল তারাই এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন বলে ইফা অফিস জানিয়েছেন।
- Home
- প্রথম পাতা
- কাল চাঁদপুরে ইফার হজ প্রশিক্ষণ