কাল চাঁদপুর আসছেন চরমোনাই পীর

প্রেস বিজ্ঞপ্তি :
আগামিকাল বৃহস্পতিবার চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই’র পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম। তিনি ঐদিন বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ফরিদগঞ্জ বাস টার্মিনাল প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ওলামা পরিষদ আন্দোলন, ইসলামী আইনজীবী পরিষদ আন্দোলন, ইসলামী দোকান শ্রমিক আন্দোলন, ইসলামী শিক্ষক পরিষদ আন্দোলনসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. ইকবাল হোসেন তালুকদার।